উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সখীপুরের শিক্ষার্থী হুমায়রার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে হুমায়রার বাসায় গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।
এ সময় তিনি বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ দেওয়া কতটা নিরাপদ—তা নিয়ে ইতোমধ্যেই বিস্তর আলোচনা হয়েছে। সরকারের উচিত তদন্ত কমিটির মাধ্যমে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া যে ভবিষ্যতে এমন এলাকায় বিমান প্রশিক্ষণ চালানো উচিত কি না।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্ঘটনার খবর জানার পর থেকেই সার্বক্ষণিক নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন। তিনি নিহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের বাড়িতে দলীয় নেতাকর্মীদের পাঠিয়েছেন।
আহমেদ আযম খান আরও বলেন, “সখীপুরের নিহত হুমায়রার নামে পাহাড়পুর বিমানঘাঁটির নামকরণ করা হলে এটি তার পরিবারের জন্য সান্ত্বনার বিষয় হতে পারত।”
দোয়া মাহফিল শেষে তিনি নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।