গত বছরের শেষ ভাগে, ৫ ডিসেম্বর মুক্তি পায় ভারতের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। মুক্তির পর ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। গড়েছে একের পর এ রেকর্ড। বিশ্বব্যাপী আয় করেছে ১৮৩০ কোটির বেশি।
এর প্রায় দুই মাস পর ওটিটিতে মুক্তি পায় সিনেমাটি। ওটিটির জায়ান্ট প্লাটফরম নেটফ্লিক্সে মুক্তির পর থেকে সেখানেও পুষ্পার রাজত্ব। টানা দুই সপ্তাহ ধরে আধিপত্য জারি রেখেছে সিনেমাটি। সম্প্রতি একটি পোস্টে নেটফ্লিক্স জানিয়েছে, ‘পুষ্পা ২’ সিনেমাটি বিশ্বব্যাপী স্ট্রিমিং চার্টে আধিপত্য বিস্তার করেছে।
শুধু তাই নয়, গ্লোবাল টপ ১০ সিনেমায় (নন-ইংরেজি) তালিকায় টানা দ্বিতীয় সপ্তাহ জুড়ে সিনেমাটি রয়েছে। ১৪ টি দেশে এই সিনেমাটি চলছে এবং তিন নম্বর স্থানে রয়েছে সিনেমাটির নাম। শুধু তাই নয়, মাত্র দুই সপ্তাহে ৯.৪ মিলিয়ন ভিউ পেয়েছে ‘পুষ্পা ২’। এদিকে ‘পুষ্পা ২’-এর অসামান্য সফলতার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আল্লু অর্জুন লিখেছেন, ‘পুষ্পা ২ যে ভালোবাসা পেয়েছে সারা বিশ্ব জুড়ে তা সত্যিই অপ্রতিরোধ্য।
এই সিনেমাটি যে কত রক্ত এবং ঘাম ঝরিয়ে তৈরি করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। হৃদয় দিয়ে তৈরি করা এই সিনেমাটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা সত্যিই ভীষণ খুশি।’ অভিনেতা আরও লিখেছেন, ‘নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাওয়ার পর যে সাফল্য পেয়েছে তা সত্যি অবিশ্বাস্য। এই প্লাটফর্মের মাধ্যমে আমাদের গল্প কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ভাষা এবং সংস্কৃতির সমস্ত বাঁধা পেরিয়ে সিনেমাটি ভালোবাসা অর্জন করেছে সবার থেকে।
আমি সত্যি ভক্তদের কাছে ভীষণ কৃতজ্ঞ।’ পুষ্পা ২-এর সাফল্য দারুণ খুশি পরিচালক সুকুমারও। তিনি লিখেছেন, ‘পুষ্পা সিনেমার হাত ধরে যে জয় শুরু হয়েছিল তা দ্বিতীয় পর্বেও বর্তমান। সিনেমাটির সাফল্য আরও একবার প্রমাণ করে ভারতীয় সিনেমার কদর আজও আছে সকল মহলে। সবাইকে অনেক ধন্যবাদ।’
‘পুষ্পা’ ট্রিলজির দ্বিতীয় সিনেমা ‘পুষ্পা ২’। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয়, সুনীল প্রমুখ। এর শেষ পর্ব ‘পুষ্পা : দ্য র্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৬ সালে।