করোনাভাইরাস সংকট মোকাবেলায় টাঙ্গাইলের ঘাটাইলের গরীব দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে (চাল, ডাল ,আলু ও সাবান) প্রায় এক হাজার প্যাকেট বিতরণ করা হয়।
এসময় সাংসদ আতাউর রহমান খান বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের খাদ্য সংকটে পড়েছে মানুষ সহ অসহায় দুস্থ ও গরীব লোকজন। করোনা সংকট মোকাবেলায় তাদের পাশে থাকতে চাই। এতটুকুই আমার চাওয়া। এসময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানান।
সাংসদ আতাউর রহমান খান অসুস্থ থাকায় তার পক্ষ থেকে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ঘাটাইল পৌর কমিশনার মো. মাজহারুল ইসলাম মো. কবির আহম্মেদ প্রমুখ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।