করোনা : টাঙ্গাইলে সাবেক মেয়র মুক্তির পক্ষে নিরাপত্তা সামগ্রী বিতরণ

করোনা প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য টাঙ্গাইলের সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির পক্ষ থেকে নিরাপত্তা সামগ্রী যেমন- মাস্ক, সাবান ও স্যানেটাইজার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সারা দিন নিরালা মোড়, মেইন রোড, পার্ক বাজার, কলেজ পাড়া, ঈদ-গাঁ মাঠ প্রাঙ্গণ সহ টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন স্থানে এইসব সামগ্রী বিতরণ করা হয়।

টাঙ্গাইল জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক ভিপি ইসতিয়াক আহমেদ রাজিব বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে, তা থেকে বাংলাদেশ ও দেশের মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের নেতাকর্মীদের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে টাঙ্গাইলবাসীর নয়নের মণি, তৃণমূল আওয়ামী লীগ এর প্রাণ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ভাইয়ের নির্দেশনা আমরা টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে প্রায় দশ হাজার মাস্ক, সাবান ও স্যানেটাইজার বিতরণ করেছি। করোনা ভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।