গোপালপুর প্রতিনিধি : কাগজে কলমে রোগীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। কিন্তু ওই ব্যক্তির মরদেহ মিললো নদীতে।
বুধবার সকালে হাসপাতাল সংলগ্ন বৈরাণ নদী থেকে ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৭৬)।
আরো পড়ুন – গ্রাম পুলিশের মুখোমুখি দাঁড়িয়েছে ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার
তিনি পৌরশহরের সূতি পলাশ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়।
জানা যায়, দুই মেয়ের জনক বেলায়েত হোসেন ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ড থেকে অবসরে যান।
স্ত্রী মারা যাওয়ার পর নানা কারণে স্বজনদের সাথে তার দূরত্ব তৈরি হয়; ক্যানসার আক্রান্ত হওয়ার পর দেখা দেয় মানসিক সমস্যা।
আরো পড়ুন – কারাগারে মৃত্যু : জেল সুপারের শাস্তির দাবিতে সন্তানদের সংবাদ সম্মেলন
তিনি নিজ বাড়ি ছেড়ে উত্তর পাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন।
গত ২৭ মে জ্বর ও পেট ব্যথা নিয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।
কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার (২৯ মে) সবার অজান্তে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান।
গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন – সোহেল হাজারী কোন অথরিটিতে এমপি? জানতে চান হাইকোর্ট
পরে পিবিআই ও সিআইডি পুলিশ আলামত সংগ্রহ করে মরদেহ সনাক্তে সক্ষম হন। ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়। সম্পাদনা – অলক কুমার