টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১১ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কালিহাতী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম বলেন, বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস টাঙ্গাইলের উদ্যেশে রওনা হয়। পথিমধ্যে কালিহাতী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে এলেঙ্গা থেকে ছেড়ে আসা ঘাটাইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এদের মধ্যে ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




