কালিহাতী
,
সংবাদ দাতা
নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শুরু হয়েছে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ। সোমবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বেরিপটল, ঘোনাবাড়ী, পাইকড়া, বর্গা, আটাবাড়ী ও বাঁশী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্যাম্পেইনের আওতায় নারীদের জন্য বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের প্রাথমিক স্ক্রিনিং, স্বাস্থ্য পরামর্শ এবং ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নারীদের মধ্যে ক্যান্সার নিয়ে থাকা ভয় ও ভুল ধারণা দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, সেবা গ্রহণকারীদের ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংয়ের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য পরবর্তী করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে নারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়বে এবং ঝুঁকিপূর্ণ রোগ দ্রুত শনাক্ত হওয়ায় সুস্থ জীবন নিশ্চিত করা সম্ভব হবে।











