কালিহাতী সংবাদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
এ সময় নারী ও শিশুসহ আরো ৪ জন আহত হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে জোকারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার আব্দুল কুদ্দুছ শেখের ছেলে শেখ শরিফুল ইসলাম (১৭); সে উপজেলার যমুনা কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, আহত নারী তার শিশুপুত্রকে নিয়ে জোকারচর এলাকায় মহাসড়ক পাড় হচ্ছিলো। এ সময় তারা বঙ্গবন্ধু সেতুর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সামনে পড়েন।
পরে মোটরসাইলেটির সাথে ধাক্কা লেগে ওই নারী, তার শিশু পুত্র ও তিন আরোহীসহ মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়।
সাথে সাথেই বঙ্গবন্ধু সেতুগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়৷
এঘটনায় আহত পথচারী নারী হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী তাহমিনা বেগম (৩৫) ও তাঁর শিশু পুত্র আব্দুল্লাহ (৪)।
আহত দুই কলেজ ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক।
অপরদিকে,আহত নারী ও শিশু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্ত না করেই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার