কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ার (৪৭) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার হওয়া আব্দুর রশিদ বখতিয়ার কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।
সিটিটিসি সূত্র জানায়, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির এই নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছেন। পরে বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।