গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনের রাজপথে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’ (PSC)।
বিক্ষোভটি ছিল ১৯৪৮ সালের ‘নাকবা’র ৭৭তম বার্ষিকী উপলক্ষে, যা ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে বিতাড়নের দিন হিসেবে স্মরণ করা হয়।
হাজারো বিক্ষোভকারীর সঙ্গে অংশ নেন ‘বেঙ্গলিজ ফর প্যালেস্টাইন’ ব্যানারে থাকা বাংলাদেশিরাও। তারা ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নেন এবং লন্ডনের রাজপথে বিভিন্ন স্লোগানে অংশগ্রহণ করেন।
মিছিলে গাজায় চলমান অবরোধ অবসানের দাবি জানানো হয় এবং ব্রিটিশ সরকারের নীরবতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কড়া সমালোচনা করা হয়।
বক্তারা বলেন, গাজায় কয়েক দশক ধরে চলা সহিংসতার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ছিল দ্বিমুখী ও ভণ্ডামিপূর্ণ। তারা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববাসীর সক্রিয় ভূমিকার দাবি জানান।
একজন অংশগ্রহণকারী বলেন, “আমাদের সংগ্রাম শুধু রক্ত ও চোখের জলের নয়, এটি ধৈর্য ও আশারও সংগ্রাম।”