টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মাছের প্রজন্ম রক্ষার উদ্দেশ্যে অবৈধ চায়না জাল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেনের নেতৃত্বে নগদাশিমলা ইউনিয়নের কইচাবিল ও পোড়াবাড়ি এলাকায় প্লাবনভূমিতে অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ৫০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে অবৈধ চায়না জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এই পদক্ষেপ জেলেদের সঠিক পদ্ধতিতে মাছ ধরায় উৎসাহিত করবে এবং প্রাকৃতিক জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।











