টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের মান্নান রোডে ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) সকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। অভিযানে গোপালপুর পৌরসভার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অপরাধের দায়ে মোবাইল কোর্টে জরিমানা করা হয়।
ইউএনও তুহিন হোসেন জানান, “ফুটপাত সাধারণ মানুষের। কেউ অবৈধভাবে দখল করে ব্যবসা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এই ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনই ফুটপাত দখলের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।