চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খাইরুল হককে গ্রেপ্তার ও বিচার করার দাবি জানান বক্তারা। পাশাপাশি, ফ্যাসিবাদের সহযোগী, দলীয়করণে জড়িত এবং দুর্নীতিপরায়ণ উচ্চ ও নিম্ন আদালতের বিচারকদের অপসারণের দাবিও তোলা হয়।
সমাবেশে বক্তারা বিচারপতি খাইরুল হককে বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের কারিগর বলে অভিহিত করেন।
জেলা আইনজীবী ফোরামের উপদেষ্টা কবির হোসেন, সভাপতি সোলাইমান বিশু, সহ-সভাপতি নুরুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান শরিফ সনি, অর্থ সম্পাদক আসিফ ইকবাল সুজন, সদস্য মো. ইসমাইল প্রমুখ বক্তৃতা করেন।
ফোরাম সদস্য আব্দুস সালাম তালুকদার সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশ ঘিরে আইনজীবী সমিতি ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থানীয় প্রশাসন।