চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় মোবাইলফোনসহ মো. হানজালা (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৬টার দিকে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটক হানজালা শিবগঞ্জের দেওয়ান জায়গীর কোট বাজার এলাকার বাসিন্দা।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্দেহজনকভাবে ব্যাগ হাতে ঘোরাফেরা করার সময় বিজিবির টহল দলের চোখে পড়েন হানজালা। তাকে থামার সংকেত দিলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে ধাওয়া দিয়ে তাকে ৪৫টি ভারতীয় স্মার্টফোনসহ আটক করা হয়।
৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারল হক বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আটক হানজালাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।