নিজস্ব প্রতিবেদক : চতুর্থ ধাপে অনুষ্ঠেয় টাঙ্গাইলের সদর উপজেলা ইউপি নির্বাচনে দাইন্যা ইউনিয়নের বাসা কেন্দ্রে ছেলের কোলে এসে ভোট দিলেন জিনাতন (১০২)।
তিনি বাসাখানপুর গ্রামের মৃত শরুফ চাঁনের স্ত্রী।
রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং বুথে ভোট দেন।
তিনি বলেন, এটা আমার জীবনের শেষ ভোট হতে পারে, তাই ছেলের কোলে এসেই ভোট দিলাম।
বাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, নির্বাচনে কোন প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।
পরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে বৃদ্ধাদের উপস্থিতিও ছিলো বেশ।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩২১৩ জন। পুরুষ ভোটার ১৫১৮ জন। নারী ভোটার সংখ্যা ১৬৯৫ জন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্র ইনচার্জ এসআই মো. মোরাদুজ্জামান মুরাদ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের কারণেই শতবর্ষী একজন মা তার ছেলের কোলে উঠে এসে ভোট দিতে সাহস পেয়েছেন। সম্পাদনা – অলক কুমার