গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে জেলগেটেই ফের গ্রেপ্তার হয়েছেন গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে গাইবান্ধা সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।
এক মাস ২ দিন কারাবন্দি থাকার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন জসিম। কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে ফের গ্রেপ্তার করা হয়।
আটকের সময় সাংবাদিকদের সামনে জসিম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি তিন মামলায় জামিন পেয়েছি। এখন আমার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তবুও আমাকে কেন আবার গ্রেপ্তার করা হলো, বুঝতে পারছি না।”
জানা গেছে, গত ৩ এপ্রিল রাতে পৌর শহরের পুরাতন বাজার একোয়াস্টেট পাড়ার একটি বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
জসিমের বিরুদ্ধে জেলা বিএনপি ও যুবদলের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলায় এবং পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।