প্রাণঘাতী করোনা ঠেকাতে টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয় লকডাউন করা হয়েছে। ২০ মার্চ সন্ধ্যা থেকে ০৩ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য এই লকডাউন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান স্বশরীরে টাঙ্গাইল কান্দাপাড়ায় পতিতাদের সাথে সরাসরি কথা বলে লকডাউন করা হয়। করোনার প্রথমে এই প্রথম টাঙ্গাইলের কোন এলাকা লকডাউন করা হলো।
এসময় প্রতিজনকে ১৫ দিনের জন্য ৩০ কেজি করে চাল দেয়া হয়। মোট ১৫ টন চাল বরাদ্দ দেয়া হয় তাদের জন্য।
এ বিষয়ে নারী মুক্তির সদস্য রুবি বেগম জানান, এরআগে এ রকম ঘটনা ঘটে নাই। দূর্যোগ মোকাবেলায় সকলের অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।
নারী মুক্তি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফিজ ইকবাল খান বলেন, এখানকার মেয়েরা এই ১৫ দিন ক্লিনিক ও নারী মুক্তি’র অফিস ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। এখানে বাহিরের কোন লোক প্রবেশ করতেও পারবে না।
স্থানীয় কাউন্সিলার আব্দুল আলিম বলেন, বিষয়টি আমরা সার্বিক পর্যবেক্ষনে রাখবো, যেন কোন লোক ভিতরে প্রবেশ করতে না পারে।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, আমরা সকলেই সুস্থ থাকবো, সকলে মিলে করোনাকে মোকাবিলা করবো। আগামি ১৫ দিন আপনারা সাবধানে থাকবেন, নিয়ম মেনে বলবেন। যেন সবাই ভালো থাকতে পারি।