করোনার বিস্তার ঠেকাতে এলেঙ্গা প্রেসক্লাবের হাতধোয়া কর্মসূচি

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত¡রে এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে হাতধোয়া কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন।

শুক্রবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল লতিফ মোল্লা, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন, সমাজ সেবক আব্দুল বাছেত তালুকদার, ফারুক আহমেদ, সাংবাদিক নাসির উদ্দিন, শামীম আল মামুন, আপন আর্য প্রমুখ।

এলেঙ্গা প্রেসক্লাবের মহৎ এ উদ্যোগেকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন এর ফলে সাধারণ মানুষ আরো সচেতন হতে পারবে এবং করোনা ভাইরাসের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা যাবে।