নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (৫৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় ভাটারা থানার জে–ব্লকের ৯ নম্বর রোডের পাকা সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরের (২৮) ওপর হামলা হয়। হামলায় তিনি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। ডিএমপি মামলা নং ২৬।
ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, গ্রেপ্তার ছানোয়ার এই মামলার তদন্তে পাওয়া তথ্যের সন্দেহভাজন আসামি। তাকে বসুন্ধরা আবাসিক এলাকা এল ব্লকের ১০ নং রোডের ২৫০১ নং বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, গ্রেপ্তারকৃতকে রিমান্ড আবেদনসহ দ্রুত আদালতে প্রেরণ করা হবে।