টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎস ২০২৫ উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইলে দিনব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন তরুণদের মাদক ও অপরাধমুখীতা থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জেলার অনূর্ধ্ব-১৪ বয়সী ক্রিকেটারদের নিয়ে চারটি দল অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, সাবেক ক্রিকেটার ও কোচ ইসলাম খান, সাবেক ক্রিকেটার রিপন কুমার সরকার, নির্মল চন্দ ভৌমিক এবং জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড় বাছাই করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। দিনব্যাপী খেলার মাধ্যমে খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।











