টাঙ্গাইলের ঘাটাইলে বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ ও দখলকৃত জমি উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর হামলায় শিকার হন বন কর্মকর্তা ও কর্মচারীরা। বন বিভাগের জমি উদ্ধারে বনকর্মীদের ওপর এলাকাবাসীর এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বন বিভাগের ১১ কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং তিনজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আশারিয়াচালা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
টাঙ্গাইল সহকারী বন সংরক্ষক (উত্তর) আশিকুর রহমান জানান, সকালে ধলাপাড়া ইউনিয়নের আশারিয়াচালা এলাকায় অবৈধ দখলে থাকা বন বিভাগের জমি উদ্ধার করতে যান বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় এলাকাবাসী মাইকে ঘোষনা দিয়ে তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে। গুরুতর আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল বন বিভাগে কর্মরত ফরেস্ট রেঞ্জার ছাব্বির হোসেন বলেন, বন বিভাগের জায়গায় একটি বিল্ডিং নির্মিত হচ্ছে। নিয়মানুযায়ী আমরা সেই কাজে বাঁধা দেই এবং যতটুকু নির্মিত হয়েছে ততটুকু ভাঙার জন্য যাই। সময় এলাকাবাসী মাইকে ঘোষনা দিয়ে আমাদের উপর আক্রমণ করে। এতে আমাদের ১১ জন কর্মকর্তা কর্মচারী আহত হন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।