অলক কুমার : টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল– সদর উপজেলার থানা পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. রফিক (৩৭), একই এলাকার আফজাল হোসেন ওরফে আব্দুল হাই এর ছেলে সম্রাট (৩৪), খোর্দ্ধ যুগনীর মৃত খলিলের ছেলে ইউসুফ আলী (২৫), বেপারি পাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান ওরফে হৃদয় (৩০) ও কালিহাতী উপজেলার রাজাবাড়ি গ্রামের মো. লিটন মন্ডলের ছেলে লেলিন (২৬)।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, শুক্রবার রাতে কলেজ পাড়ায় ৮-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মডেল থানার পুলিশ তাদের ঘিরে ফেলে।
এসময় রফিক, সম্রাট, ইউসুফ আলী, হৃদয় ও লেলিনকে পুলিশ আটক করতে পারলেও অজ্ঞাত আরো ৩/৪ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা ডাকাতি, অস্ত্র, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।