টাঙ্গাইলে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য লাইফস্টক সার্ভিস ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সুফল ভোগীদের সঙ্গে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন সভাপতিত্বে সেমিনারে অংশ নেন:
-
লাইফস্টক সার্ভিস ট্রান্সফরমেশন প্রকল্পের পরিচালক ডা. রেজাউল হক খান
-
টিম লিডার ডা. মুশফিকুর রহমান
-
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শহিদুল আলম
-
জেলা ভেটেরিনারি হাসপাতালের অফিসার ডা. রৌশনী আকতার
-
সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. দিদারুল আহসান
-
সন্তোষ মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক দেওয়ান কামরুজ্জামান জামি প্রমুখ।
সেমিনারে প্রাণিসম্পদ উন্নয়নের বর্তমান অবস্থা, মাঠ পর্যায়ে প্রজনন ও উন্নয়ন কার্যক্রম, এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুফল ভোগীদের দায়িত্ব ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।











