টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত ফরহাদ ক্যাডেট একাডেমি কোচিং সেন্টার সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রেখে শিক্ষার্থীদের পড়ানোর দায়ে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাহদ্দিন আইয়ুবী যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, করোনাকালীন সরকারি সিদ্ধান্তে দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেই সরকারি নির্দেশনা ভেঙে টাঙ্গাইল শহরের ফরহাদ কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছিল। এ কারণে ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ফরহাদ ক্যাডেট একাডেমির টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা শাখায় আবাসিক ভবনে গোপনে কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সম্পাদনা : অলক কুমার