টাঙ্গাইল জেলায় মধুপুর ছাড়া ১১টি উপজেলার ৩২টি হাটে বর্ষা মৌসুমে জমে উঠেছে নৌকা বেচাকেনা। নদ-নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমি কাঠমিস্ত্রিরা। দিনের পর দিন হাতুড়ি-বাটালের শব্দে মুখর হাটবাজার আর গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট নৌকার চাহিদাই বেশি। আগে বড় নৌকা বেশি বিক্রি হতো, এখন পাকা রাস্তার কারণে ছোট নৌকার চাহিদা বেড়েছে। একজন কাঠমিস্ত্রি জানান, একটি নৌকা তৈরিতে ২-৩ দিন লাগে, খরচ পড়ে ৮-১৮ হাজার টাকা, যা ১০-২০ হাজার টাকায় বিক্রি হয়।
এ মৌসুমেই মূলত সংসার চলে নৌকা তৈরির মজুরি আর বিক্রির টাকায়। বছরের বাকি সময় তাঁরা গৃহস্থালি আসবাবপত্র বা কৃষিকাজ করে থাকেন। টাঙ্গাইল জেলা কাঠমিস্ত্রী ইউনিয়ন জানিয়েছে, ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও নৌকা কারিগরদের দক্ষতা উন্নয়ন।