টাঙ্গাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সভাপতি আব্দুল কাদের।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোমিনুর রহমান মোমিন, পৌর শাখার সভাপতি গোলাম মওলা মিটলু ও সাধারণ সম্পাদক মীর সজিবুজ্জামানসহ অনেকে।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ, আইডি কার্ড প্রদান এবং শপথ অনুষ্ঠিত হয়। বক্তারা মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ করণীয় দিক তুলে ধরেন।