টাঙ্গাইল পৌর শহরে লৌহজং নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিশু আদিব (১০) নিখোঁজ রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া (কাগমারা) এলাকায় টাঙ্গাইল স্টেডিয়ামের পেছনে ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান পশ্চিম আকুর টাকুরপাড়ার শফিকুরের ছেলে এবং নিখোঁজ আদিব একই এলাকার আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুরা প্রায়ই লৌহজং নদীতে মাছ ধরতে ও গোসল করতে যেত। বুধবার দুপুরে তিন শিশু ব্রিজের নিচে গোসল করতে নামে। এসময় প্রবল স্রোতে মেহেদী ও আদিব তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকেল সাড়ে ৩টার দিকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্নায়েন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ আদিবের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল ও নিহত ও নিখোঁজ শিশুর বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।