সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমি সেবা প্রদান করায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন দেলদুয়ার উপজেলা ভূমি অফিসের রফিকুল ইসলাম।
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন “ভূমি সেবা বিষয়ক পুরস্কার প্রদান নীতিমালা-২০২৫” অনুযায়ী তাকে এ সম্মাননা দেওয়া হয়।
রোববার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
এ সময় জেলার ১২টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।