টাঙ্গাইলে সেনানিবাস ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। জেলার ভূঞাপুরের “বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ” এর নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস এবং যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নামকরণ করা হয়েছে। গত সোমবার ১০ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডি-১৫ শাখা প্রতিরক্ষা, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত স্মারক নং ২৩.০০.০০০০.১৫০.১৬.০৫২.২৫.৭২ পত্রে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন পত্রে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্য বা তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নাম প্রতিরক্ষা উপদেষ্টার সানুগ্রহ অনুমোদনের পরিপ্রেক্ষিতে সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ করা হলো।