টাঙ্গাইল সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল পৌর শহরের পাড় দিঘুলিয়া (বেবীস্ট্যান্ড নিমতলা রোড) এলাকার আবুল হোসেনের ছেলে সেলিম হোসেন খান এবং তার স্ত্রী ফাতেমা বেগম।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এসআই (নিরস্ত্র) নজরুল ইসলামের নেতৃত্বে সদর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নামে সিআর সাজা ৮টি ওয়ারেন্ট এবং সিআর সাধারণ ৮টি ওয়ারেন্টসহ মোট ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।