টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমে কম্বল বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক বলেন, জেলার সব কটি উপজেলায় মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকৃত অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৫ হাজার এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। শীতের প্রকোপ যতদিন থাকবে, ততদিন শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।











