টাঙ্গাইলের নাগরপুরে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে এক অসহায় নারী থানায় এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি রুবেল সরোয়ার নামে এক এক্সপোর্ট কাপড় ব্যবসায়ী, যিনি বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সর্বস্ব কেড়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে মনিরা আক্তার নামে এক নারীর ১৩ বছর আগে বিয়ে হয়। বিবাহের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকায় মনিরা আক্তার কন্যাসন্তানসহ বাবার বাড়ি ফিরে যান।
পরে নাগরপুর বাজারে একটি মার্কেটের দ্বিতীয় তলায় কাপড়ের দোকান দেন ওই নারী। একই মার্কেটে নিচতলায় রুবেল সরোয়ারও ব্যবসা করতেন। এক পর্যায়ে পরিচয়ের মাধ্যমে রুবেল ওই নারীর কষ্টের কথা শুনে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং আগের স্বামীকে তালাক দিতে বলেন।
তালাকের পর স্থানীয় মাতাব্বর ও মৌলভীর মাধ্যমে মৌখিকভাবে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন রুবেল। বিয়ের পর রুবেল ওই নারীকে ঢাকার উত্তরায় নিয়ে গিয়ে দাম্পত্য জীবন শুরু করেন এবং ব্যবসার ৫ লাখ টাকা হাতিয়ে নেন।
কাবিননামার কথা বললে রুবেল তালবাহানা করতে থাকেন এবং পরে নাগরপুরে ফিরে আসেন। পরে মনিরা আক্তার রুবেলের প্রকৃত চেহারা জানতে পারেন—রুবেল আগে থেকেই বিবাহিত এবং এক সন্তানের পিতা। স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইলে রুবেলের শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে মারধর করে।
এছাড়া সাদা কাগজে স্বাক্ষর আদায়, সাথে থাকা ২টি মোবাইল, নগদ ২৩ হাজার টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এখন প্রশাসনের কাছে সঠিক বিচার চেয়েছেন তিনি।