উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার (২৭ জুলাই) সকালে নেতাকর্মীরা নিহত তানবীর আহমেদ ও হুমায়রার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কবর জিয়ারত করেন।
তানবীরের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এবং হুমায়রার বাড়ি সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আব্দুস সালাম পিন্টু বলেন, “এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক ও মর্মান্তিক। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান চালানো কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিমানগুলো ঠিকভাবে পরিচালিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।”
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
			
    	
		    
                                
                                





							



