নিজস্ব প্রতিবেদক: সালিশী বৈঠকের মাধ্যমে দুধ দিয়ে গোসল করে সংসারের ইতি টেনেছেন রুবেল ফকির (৩৫) নামের এক অটোরিক্সা চালক।
রোববার বিকেলে (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনাক্রম
জানা যায়, ২০২১ সালের ২৭ মে পারিবারিক সম্মতিতে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামের হাসমত আলী ফকিরের ছেলে রুবেল ফকিরের সাথে একই উপজেলার কুড়াগাছা উত্তরপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে রুমি আক্তার (৩০) এর বিয়ে হয়।
সংসার জীবন শুরুর আগেই উভয়েরই বিয়ে হয়েছিল। তাদের উভয়ের সংসারেই একটি করে ছেলে সন্তান রয়েছে।
এ সত্বেও রুবেল মিয়া বিয়ের পর থেকেই উভয়ের সন্তানকে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছিলেন।
আরও পড়ুন- ভূঞাপুরে আওয়ামী লীগের কর্মী সম্মেলন
কিছুদিন যাওয়ার পর থেকেই রুমি আক্তার তার গর্ভের সন্তানকে যত্ন করলেও রুবেলের সন্তানের প্রতি অবহেলা শুরু করেন।
বিষয়টি রুবেলের নজরে এলে সংসারে মনোমালিন্য শুরু হয়। এ নিয়ে দাম্পত্য কলহ দিনদিন বাড়তে থাকে।
একাধিকবার সালিশী বৈঠক হলেও এর সমাধান হয়নি। সম্প্রতি সময়ে একে অপরের প্রতি নানা অভিযোগ তুলতে শুরু করেন।
এক পর্যায়ে রুবেল ফকির রুমি আক্তারের সন্তানকে বাড়িতে রাখতে অসম্মতি জানায়। এ নিয়ে তাদের দ্বন্দ্ব আরও প্রকট হয়।
নিত্য কলহে সংসারে অশান্তি নেমে আসে। অবশেষে গত রোববার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে স্থানীয় মাতাব্বরদের উপস্থিতিতে সালিশী বৈঠক হয়।
ওই বৈঠকে রুবেল ফকির রুমি আক্তারকে এক লাখ ৩৫ হাজার টাকা দেয়ার শর্তে তাদের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি হয়।
সালিশী বৈঠকে রুবেল ফকির নগদ এক লাখ টাকা পরিশোধ করেন। বাকী ৩৫ হাজার টাকা দ্রুততম সময়ে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।
বৈঠক শেষে রুবেল ফকির বাড়িতে গিয়ে পানির সাথে দুধ মিশিয়ে গোসল করে মুক্তির স্বাদ গ্রহণ করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- টাঙ্গাইলে জারিকারকের মামলায় যুবলীগ সভাপতিসহ কারাগারে ৪
রুবিল ফকির যা বলেন
রুবেল ফকির বলেন, শান্তির আশায় গড়া সংসারে অশান্তি নেমে এসেছিল। সালিশ, সালিশ, সালিশ আর ভালো লাগেনা। অবশেষে উভয়ের সম্মতিতে সংসারে ইতি টেনে প্রশান্তি পাচ্ছি।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সালিশী বৈঠকের মাতাব্বর আব্দুল মান্নান ও ওসমান আলী। উভয়ে বলেন, অটোরিক্সা চালক রুবেল ও গৃহবধূ রুমি আক্তারের সম্মতিতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।
এ বিষয়ে কুড়াগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার জানান, বিষয়টি আমার জানা নেই।