সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে

টাঙ্গাইলে জারিকারকের মামলায় যুবলীগ সভাপতিসহ কারাগারে ৪

যুবলীগ সভাপতিসহ কারাগারে ৪

আদালত প্রতিবেদক : সরকারি কাজে বাঁধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকেলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এর আগে রোববার সন্ধ্যায় তাদের ঘাটাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দেওপাড়া শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৩৫), মৃত সাগর সিকদারের ছেলে উজ্জল সিকদার (৪০), মৃত জাফরের ছেলে মো. আলম (৩৮) ও মো. নাজমুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়।

জানা যায়, টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারীকারক মো. মোশারফ হোসেন রোববার বেলা ১১টায় দেওপাড়ার মো. শামসুল হকের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমের সমন জারী করার জন্য যাচ্ছিলেন।

দেওপাড়া ভাঙা ব্রীজের কাছে পৌঁছালে মোশারফ হোসেনের পথরোধ করে অভিযুক্তরা।

মোশারফের কাছে একশ’ টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানায় মোশারফ।

পরে আব্দুল মতিনের নেতৃত্বে মোশারফ হোসেনকে মারধর করে অভিযুক্তরা।

সেখান থেকে উদ্ধার হয়ে বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবগত করেন মোশারফ।

পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. উজ্জল সিকদার, মো. আলম ও মো. নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে।

তাদের দেয়া তথ্য অনুযায়ী আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে মো. মোশারফ হোসেন বাদি হয়ে অভিযুক্তদের আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. তানবীর আহমেদ বলেন, আসামীদের ঘাটাইল-বাসাইল আমলী আদালতে উপস্থিত করে জামিন চাওয়া হয়।

পরে আদালতের বিচারক ইসমত আরা তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।