টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সোমবার (৬ অক্টোবর) দুপুরে বাস স্টেশন ও তার আশপাশের প্রবেশপথগুলো যানজটমুক্ত রাখতে কার্যকরী অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। অভিযানে বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহনের দাঁড়ানোর জায়গা সাদা রঙের দাগ দিয়ে চিহ্নিত করা হয় এবং ফুটপাত দখল করে রাখা রাস্তার ওপর দোকানের মালপত্র সরাতে দোকানদারদের সতর্ক করা হয়। অনিয়ম বহাল রাখা কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ইউএনও শাহীন মাহমুদ অভিযানের সময় জানান, “কোনভাবেই সাধারণ যান চলাচলে বাধা সৃষ্টির অনুমতি দেয়া হবে না। ফুটপাত জবরদখল করা, টার্নিং পয়েন্টে অটো-সিএনজি দাঁড় করানো ও অন্যায়ভাবে টাকা আদায় করার মতো কার্যক্রম tolerable নয়। বাসস্ট্যান্ড ও এর প্রবেশপথগুলো যানজটমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, ধনবাড়ী থানা পুলিশ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সদস্য রাকিব হাসানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডের অনিয়ম ও ফুটপাত দখলের ফলে যানজট তীব্রতর ছিল; নিয়মিত তদারকি বাস্তবায়িত হলে যানজট কমে জনগণের সুবিধা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
কুর্টি পয়েন্টে তথ্য
-
অভিযান: ধনবাড়ী বাসস্ট্যান্ড ও প্রবেশপথে যানজট নিরসন অভিযান
-
সময়: সোমবার, ৬ অক্টোবর (দুপুর)
-
পরিচালক: মোঃ শাহীন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার
-
প্রধান কার্যক্রম: স্থলচিহ্নায়ন, ফুটপাত উদ্ধার, সতর্কতা ও জরিমানা
-
উপস্থিত: উপজেলা/পৌর কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশ, স্থানীয় সাংবাদিকবৃন্দ