ধনবাড়ী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাংবাদিকদের সঙ্গে ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী থানা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব ও ধনবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ ইমাম হাসান সোহান এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ দুই প্রেসক্লাবের সদস্যরা।
সৌহার্দ্যপূর্ণ আলোচনায় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, ধনবাড়ীর সাংবাদিকরা সবসময় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। উপজেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকরা সচেতন ভূমিকা পালন করে যাচ্ছেন।
ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বলেন, ধনবাড়ী তুলনামূলকভাবে একটি শান্ত উপজেলা। এখানে বড় ধরনের অপরাধ খুব কমই ঘটে। তবে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই ও দুর্নীতিসহ প্রাত্যহিক অপরাধের সঠিক তথ্য সাংবাদিকরা নিয়মিতভাবে পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে দিয়ে সহযোগিতা করে থাকেন।
সভায় নবাগত ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সময়মতো সঠিক তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাদের মাধ্যমেই অপরাধের তথ্য পাওয়া যায় এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।











