পবিত্র রমজান মাস উপলক্ষে তুরস্ক সরকারের পক্ষ থেকে নরসিংদীর রায়পুরায় খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মার্চ) উপজেলার সিরাজনগর উম্মুলকুরা মাদরাসা মাঠে ২০০ জন গ্রামবাসীর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়।
উপহারসামগ্রীর ফুড প্যাকেজের মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কিস করপোরেশন অ্যান্ড কর্ডিনেশন এজেন্সি (টিকা) এর কান্ট্রি ডাইরেক্টর শেভকি মের্ত বারিশ। তিনি বলেন।
এই উপহার তুরস্কের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসার প্রতীক।’ এ উদ্যোগের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইয়ুথ অপরচুনিটিস-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও ডা. ওসামা বিন নূর গ্রামবাসীর পক্ষ থেকে টিকাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ নরসিংদীর বিখ্যাত শাকসবজি উপহার প্রদান করেন। উক্ত মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার সঞ্চার করেছে।