নরসিংদীর আলোকবালীতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা ঘটনায় সাদেক মিয়া (৪২) নামে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকালে পুনরায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, “আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”