টাঙ্গাইলের নাগরপুরে মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খন্দকার নুরুল মোমেন কায়েস কোমলের পৃষ্ঠপোষকতায় এবং নজরুল সেনার সার্বিক সহযোগিতায় শুক্রবার (১ আগস্ট) যদুনাথ ময়দানে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গড়পাড়া ফুটবল একাডেমি ১-০ গোলে দরগ্রাম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন টুর্নামেন্টের সদস্য সচিব আশরাফুজ্জামান বিশ্বাস সেলিম এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক হাবিবুর রহমান খান লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও রাজনীতিক মামুন পাটোয়ারী এবং সাউদ ব্রিজ এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৮০০ ডলার ও রানার্সআপ দলকে ৪০০ ডলার নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ হন গড়পাড়া একাডেমির সিপন, যিনি পুরস্কার গ্রহণ করেন শিল্পপতি খন্দকার কোমল ও ওসি রফিকুল ইসলামের হাত থেকে।