টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রাণশক্তি মহিলাদের উদ্যোগে বিশাল মিছিল ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের নেতৃত্বে এ নারী মিছিল বের হয়। মিছিলটি নাগরপুর মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ও সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই মিছিলের আয়োজন করা হয় টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে।
মিছিল শেষে বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, নাগরপুর–দেলদুয়ার আসনে আমরা রবিউল আওয়াল লাভলুর মনোনয়ন প্রত্যাশা করছি। এলাকার মানুষ কোন বহিরাগত প্রার্থী চায় না। লাভলু দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার জনপ্রিয়তা দেখে কিছু মহল ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লাভলুর পাশে থাকার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানাই, টাঙ্গাইল-৬ আসনে রবিউল আওয়াল লাভলুকে মনোনয়ন দিন।”
এ সময় উপস্থিত ছিলেন শিউলী আক্তার, নাছিমা বেগম নাসু, হোসনিয়ারা পারভিন, সম্পা কলি, সোনিয়া, মমতাজ রুমা, সানজিতা আক্তার মীম, লাকী আক্তার, ফরিদা আক্তার, শাহনাজ আক্তার, আমেনা বেগম, ইউপি সদস্য নাছিমা বেগম, মোরজিনা বেগম ও লাভলী আক্তারসহ শত শত নারী নেত্রী ও কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগরপুর ও দেলদুয়ারে রবিউল আওয়াল লাভলু দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল সংগঠনকে সক্রিয় রাখতে কাজ করে যাচ্ছেন।