নাটোরের গুরুদাসপুর থেকে ৪১৫ লিটার চোলাইমদসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রপুর তুনাধনা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে সংবাদ পেয়ে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার বিকেলে গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুনাধনা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪১৫ লিটার চোলাই মদসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিপেন পাহারি (৩৫), শ্রীমতি রিতা পাহাড়ি (৫০), মায়া পাহাড়ি (৪২), রমেশ পাহাড়ি (৪৭) ওলশ্রী বিজয় পাহাড়ি (২০)-কে গ্রেপ্তার করে।
র্যাবের কম্পানি কমান্ডার, লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।