আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলাকালে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের খবরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মিষ্টি বিতরণ ও আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের নেতা আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, যিনি আওয়ামী লীগকে মানবতাবিরোধী ও জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ একাত্তরের গণতন্ত্রের চেতনাকে ধ্বংস করেছে। শেখ মুজিব বাকশাল কায়েম করে বহুদলীয় গণতন্ত্রের বিপরীতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিটা রহমান, এম এ সবুর, মনিরুল ইসলাম, দেওয়ান কাউসার, শাহাদৎ হোসেন রাজু, নীরা রাব্বানী, মো. হারুন মিয়া, হাসান সিদ্দিক, নূর আমিন ও আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ বছরের অপশাসনের দায়ে আওয়ামী লীগের নেতাদের বিচারের মাধ্যমে শাস্তির যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে প্রবাসীরাও সন্তোষ প্রকাশ করছে এবং তারা অন্তর্বর্তী সরকারকে এজন্য অভিনন্দন জানান।