মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পেমব্রোক মহাসড়কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অনেকে। খবর নিশ্চিত করেছে রয়টার্স।
পুলিশ জানিয়েছে, উক্ত বাসটি ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশে খাদে পড়ে। এতে অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে, আবার কেউ বাইরে ছিটকে যায়। পরে জরুরি উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বাসটি বেপরোয়া গতিতে চলছিল এবং এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের মধ্যে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে আটটি হেলিকপ্টার।