চাঁদপুরের হাজীগঞ্জের পালিশারাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে মারামারি ঘটে। ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ ইলিয়াস হোসেন পদত্যাগ করেছেন। তিনি আগে উপজেলা গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান মজুমদার।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী জানান, তারেক রহমান ও রুমিন ফারহানার ছবি বিকৃতির বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতারা অতর্কিতভাবে হামলা চালান। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
মোজাম্মেল হোসেন পরান মজুমদার বলেন, ‘হাফেজ ইলিয়াস ফেসবুকে ছবি শেয়ার করেছিলেন। বিষয়টি নজরে আসার পর তিনি পোস্টটি ডিলেট করে দুঃখ প্রকাশ করেন। এরপরও শুক্রবার সকালে মারামারি হয়। হামলার বিষয়টি দুঃখজনক।’ ঘটনাটি বৃহস্পতিবারের, তবে মারামারি ও সংঘর্ষের ঘটনা শুক্রবার (৩ অক্টোবর) সকালে সংঘটিত হয়।