প্রথিতযশা সাংবাদিক কামরুল হাসান চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কামরুল হাসান চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কামরুল হাসান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : গত ৪ জুন রোজ মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইলের স্থানীয় দৈনিক লোককথা, দৈনিক দেশকথা, সাপ্তাহিক লৌহজং ও ঢাকা হতে প্রকাশিত ও প্রচারিত দৈনিক প্রথম বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক মরহুম কামরুল হাসান চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের আকুর টাকুর পাড়াস্থ পত্রিকা কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রকাশ থাকে যে, মরহুম কামরুল হাসান চৌধুরী ২০১২ সালে এই দিনে মাত্র ৫৪ বৎসর বয়সে ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি টাঙ্গাইলের সাংবাদিকজগতের এক আইডল ও প্রবাদ প্রতিম পুরুষ ছিলেন।

মরহুমের পরিবার ও দৈনিক লোককথার পত্রিকার পক্ষ থেকে মিফতাহুল জান্নাহ্ হিফজুল কোরআন মাদ্রাসায় কুরআন হাফেজদের মাধ্যমে দিনব্যাপী কুরআন খতম, দোয়া মাহফিল ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কুরআনের হাফেজে শিশু শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

পরিশেষে বাদ আসর মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য আকুর টাকুর পাড়াস্থ দৈনিক লোককথা পত্রিকার কার্যালয়ে মরহুমের শুভাকাঙ্খিদের উপস্থিতিতে এক শোকার্ত পরিবেশে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরনসভা ও শোকার্ত পরিবেশে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই, সহকর্মী টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি খান মোহাম্মাদ খালেদসহ অন্যান্যরা।

এছাড়াও ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি বাবু বিমান বিহারী দাস, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শেখর এবং জাগো নিউজের টাঙ্গাইল প্রতিনিধি আরিফুর রহমান টগরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মরহুমের পরিবার ও দৈনিক লোককথার পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়া ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়।

পরিশেষে উপস্থিত সকলের মাঝে পরিবার ও দৈনিক লোককথার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়।

কামরুল হাসান চৌধুরীর জীবন ও কর্ম – 

উল্লেখ্য, কামরুল হাসান চৌধুরী টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় জন্ম গ্রহণ করে।

তার বাবা হাসান আলী চৌধুরী ওরফে মটু মুক্তার ছিলেন টাঙ্গাইলের প্রখ্যাত আইনজীবী।

ছাত্র জীবনে তিনি শিশু কিশোর সংগঠন নজরুল সেনার সাথে যুক্ত হন।

সেই সাথে সাংবাদিকতা শুরু করেন।

তিনি করটিয়া সরকারি সাদত কলেজ থেকে ইতিহাসে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

তিনি আশির দশকের শুরুতে সাপ্তাহিক লোককথা পত্রিকা প্রকাশ করেন।

পরে ১৯৯১ সালে দৈনিক দেশ কথা ও পরবর্তীতে সাপ্তাহিক লৌহজং নামে আরো একটি পত্রিকা বের করেন।

এক পর্যায়ে তিনি সাপ্তাহিক লোককথা পত্রিকাকে তিনি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশনা শুরু করেন।

তিনি নজরুল সেনা স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ছিলেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদেঅন্যতম কামরুল হাসান চৌধুরী।

তিনি দীর্ঘদিন এই ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে করেন।

তিনি সভাপতি থাকাকালীন সময়ে ১৯৯৯ সালে বর্তমান টাঙ্গাইল প্রেসক্লাবের জমি স্থায়ী ভাবে বরাদ্দ লাভ করে।

জমি প্রাপ্তির দলিলে প্রেসক্লাবের পক্ষে তিনি স্বাক্ষর করেন।

১৯৯৯ সালের ১২ অক্টোবর তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

তিনি এফপিএবি, রেড ক্রিসেন্ট সোসাইটি, ডায়াবেটিকস সমিতি, সংবাদ পত্র পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যুক্ত ছিলেন।