মির্জাপুর প্রতিনিধি : প্রস্তাবিত ধলেশ্বরী থানায় মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
শনিবার বানাইল ইউনিয়নে ভাবখন্ড বাজারে দুপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই ঘটনায় বানাইল ও আনাইতারা ইউনিয়নের বাসিন্দারা সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন বানাইল-আনাইতারা ইউনিয়নের সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক খন্দকার আব্বাস বিন হাকিম।
এসময় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
আরো বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এ্যাডভোকেট আনিসুর রহমান হুমায়ুন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী এজাজ খান চৌধুরী রুবেল।
এছাড়াও বক্তৃতা করেন বানাইল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান, বিআরডিরির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ।
মানববন্ধন শেষে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা স্থানীয় পাকুল্যা-লাউহাটি আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
এতে ওই সড়কের যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, টাঙ্গাইলের মির্জাপুরের ২টি ও দেলদুয়ার উপজেলার ২টিসহ ধামরাই এর কিছু অংশ নিয়ে ধলেশ্বরী নামে নতুন একটি উপজেলা তৈরির প্রস্তাব করে আসছে।
এতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওই দুই ইউনিয়নের বাসিন্দারা বিক্ষুব্দ হয়।
এর প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্পাদনা – অলক কুমার