ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব কোভিড-পরবর্তী ফুসফুসের সমস্যার পরও হার মানেননি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন তিনি।
অভিনেতা বলেন, “কোভিডের সময় আমার ফুসফুসের ৩৫ শতাংশ সংক্রমিত হয়েছিল। তখন মাত্র ১০০ মিটার হাঁটতে হলেও বিশ্রাম নিতে হতো। ২১ কিমি দৌড়ানো তখন প্রায় অসম্ভব মনে হয়েছিল। কিন্তু নিজের চেষ্টায় এবং আয়োজক তানভীর ভাইয়ের উৎসাহে আমি পুরো ২১ কিমি শেষ করতে পেরেছি।”
তিনি আরও জানান, এই ম্যারাথন তাঁর ব্যক্তিগত অর্জন। “অভিনয়ের বাইরে ব্যক্তি হিসেবে আরও অনেক কিছু করার ইচ্ছে রয়েছে। এর আগে ১০ কিমি ম্যারাথন শেষ করেছিলাম, এবার ২১ কিমি। ভবিষ্যতে আরও বড় লক্ষ্য যেমন এভারেস্টে ওঠাও রয়েছে।”
ম্যারাথনের মাঝপথে তৌসিফ ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়ান। তিনি বলেন, “একজন দৌড়বিদের হাত থেকে পতাকা নিয়ে আমি পুরো ২১ কিমি দৌড় শেষ করেছি। এটি ফিলিস্তিনের পক্ষে একটি বার্তা পৌঁছে দেওয়ার ছোট্ট প্রয়াস।”
প্রসঙ্গত, তৌসিফ মাহবুব গত বছরের ডিসেম্বরে রাজধানীর তিন শ ফিটে অনুষ্ঠিত ১০ কিলোমিটারের ম্যারাথনে অংশ নিয়েছিলেন।