সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে বাজারে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১৯ মার্চ) বিকেলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না হলেও তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি। তাই ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। সরকার ২০২৬ সালের নভেম্বরে উত্তরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান।