মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। সন্ধ্যায় যাচাই-বাছাই শেষে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক। পরিবারের সদস্যদের ডেকে এনে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
বিজিবির সূত্রে জানা গেছে, এর আগে ৬ ও ৭ মে একইভাবে শতাধিক বাংলাদেশিকে বিএসএফ সীমান্ত দিয়ে ঠেলে দেয়। তাদের মধ্য থেকে ৫৯ জনকে আটক করে বিজিবি।
আটকরা জানিয়েছেন, কাজের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে পরে বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠিয়ে দেয়।
ঘটনার পর সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সীমান্তের লাতু ও পাল্লাথল এলাকায় এই ধরনের প্রবেশের ঘটনা বাড়ছে।